নিচের নিয়মাবলি পালনের অঙ্গীকার প্রদান পূর্বক ভর্তি হতে হয় ..............

১. নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত ও সব পরীক্ষায় অংশগ্রহণ করবো। কোনো রকম ফাঁকি দিবো না।
২. সব বিষয়ের পড়া শিখে আসবো। প্রয়োজনে নির্ধারিত ক্লাসের পর মেকআপ / অতিরিক্ত ক্লাস করতে বাধ্য থাকবো।
৩. ব্ল্যাক সু, ব্ল্যাক বেল্ট, কলেজের নির্ধারিত ইউনিফর্ম, টাই, আইডি কার্ড পরিধান করবো \
৪. শিক্ষা প্রতিষ্ঠানের নির্ধারিত ব্যাগ, বই, ও অন্যান্য প্রয়োজনীয় শিক্ষা উপকরণ নিয়ে আসবো।
৫. অভিভাবক দিবসে / অন্য কোনো প্রয়োজনে পিতা-মাতাকে (পিতা-মাতার অবর্তমানে আইনানুগ অভিভাবককে) উপস্থিত করবো। অন্য কাউকে অভিভাবক হিসেবে এনে প্রতারণার আশ্রয় নিবো না।
৬. আমার যেকোনো অনিয়মের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের সিদ্ধান্ত আমি ও আমার অভিভাবক মেনে নেবো।
৭. বার্ষিক পরীক্ষায় অনুপস্থিত থাকলে কিংবা উত্তীর্ণ না হলে পুনরায় ওই শ্রেণিতে ভর্তি হবো ।
৮. আমি ভর্তি ফরমে যে অভিভাবকের নাম, ঠিকানা ও ফোন নম্বর দিয়েছি তা পরিবর্তন হলে আমি তা নিজ দায়িত্বে কলেজকে অবহিত করবো।
৯. কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী যে কোনো ভবনে যে কোনো শিফটে ক্লাস করতে বাধ্য থাকবো।

ভর্তি সম্পর্কিত যেকোনো তথ্য ও পরামর্শের জন্য যোগাযোগ করুন


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home5/arsm20/public_html/wp-includes/functions.php on line 4757