মোছা: আকতারা বানু রুপালী

মানুষের জীবন ও সমাজ চাহিদার নিরিখে শিক্ষার লক্ষ ও উদ্দেশ্য নির্ধারিত হয়। নতুন নতুন চাহিদার পরিপ্রেক্ষিতে তা আবার পরিবর্তিত হয়। শিক্ষাই সুন্দরতম, উন্নতর জীবন ও সমাজ গঠনের প্রধান হাতিয়ার। এজন্য যুগের চাহিদা মেটাতে পারে এমন শিক্ষার প্রয়োজন।
সম্মানিত অভিভাবকদের এ.আর.এস.এম ইন্টারন্যাশনাল রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ (ARSM) অঙ্গনে আহ্বান জানাই, আপনার সন্তানদের সুশিক্ষা নিশ্চিত করতে এমন একটি শিক্ষা প্রতিষ্ঠানকে বেছে নিন, যেখানে আপনার সন্তানের শিক্ষাকে নিবিড় পরিচর্যার সাথে আদর্শ মানুষ গড়ে তুলতে সহায়তা করে। এই লক্ষকে বাস্তবায়নের জন্য ARSM এর সকল শিক্ষার্থী ও অভিভাবকদের আমন্ত্রণ জানাচ্ছি।
অনেক অভিভাবক তাদের সন্তানদের ভর্তি নিয়ে চিন্তিত ও উদ্বিগ্ন। কারণ সবার প্রত্যাশা আমার সন্তান ভালোমানের স্কুলে ভর্তি হোক এবং ভালো ফল বয়ে আনুক। বাস্তবতা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা অনেক থাকলেও মানসম্পন্ন আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষার আয়োজন সব শিক্ষা প্রতিষ্ঠান করতে সক্ষম হয় না। সেক্ষেত্রে ARSM শুরু থেকেই আধুনিক শিক্ষার সর্বোচ্ছ মান নিশ্চিত করতে শীতাতপ নিয়ন্ত্রিত ও মাল্টিমিডিয়া ক্লাসরুম, সমৃদ্ধ লাইব্রেরি ও বিজ্ঞানাগার, হোস্টেল ও ট্রান্সপোর্ট ইত্যাদি সুবিধা সম্বলিত করেছে।
আধুনিক প্রযুক্তি নিঃসন্দেহে একজন শিক্ষার্থীকে আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। এভাবে এগিয়ে যাচ্ছে এ.আর.এস.এম ইন্টারন্যাশনাল রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ। এগিয়ে যাবে বাংলাদেশ, বাস্তবায়িত হবে নিরক্ষরমুক্ত আধুনিক ডিজিটাল দেশ গড়ার স্বপ্ন।

আল্লাহ সবার মঙ্গল করুন।

মোছা: আকতারা বানু রুপালী
পরিচলক: এ.আর.এস.এম ইন্টারন্যাশনাল রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ
মোবাইল: 01678 714969
ইমেইলঃ director@arsmedu.com
ওয়েবসাইটঃ www.arsmedu.com


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home5/arsm20/public_html/wp-includes/functions.php on line 4757