Our Facilities

এ.আর. এস.এম ইন্টান্যাশনাল রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ
এ.আর.এস.এম -এর অনান্য বৈশিষ্ট্য সমূহঃ

* কোনো শিক্ষার্থীকে প্রাইভেট পড়তে হয় না।
* মাল্টিমিডিয়া ও স্মার্ট বোর্ডেও মাধ্যমে পাঠদানসহ অনলাইন ক্লাসের সুবিধা।
* ছাত্র-শিক্ষকের অনুপাত ১০:১।
* অত্যাধুনিক সোলার সিষ্টেম এর মাধ্যমে সার্বক্ষনিক বিদ্যুৎ ব্যবস্থা।
* নিজস্ব পরিবহন সুবিধা।
আধুনিক ও নান্দনিক পাঠদান প্রস্তুতিঃ
* অভিজ্ঞ নিবেদিত শিক্ষকমন্ডলী।
* ক্লাসে আধুনিক শিক্ষা উপকরণ ব্যবহার ।
* নিয়মিত পরীক্ষার মাধ্যমে মূল্যায়ণ।
* সমৃদ্ধ লাইব্রেরী।
* নিয়মিত অভিভাবক সভা।
ক্লাসরুম সুবিধা সমূহঃ
* সর্বোচ্চ ৪০ জন ছাত্র-ছাত্রীর স্ট্যান্ডার্ড ক্লাসরুম।
* ক্লাসরুমে মাল্টিমিডিয়া প্রজেক্টও ব্যবহার।
* স্মার্টবোর্ডসহ আধুনিক শিক্ষা উপকরণ ব্যবহার।
* স্পেশাল মোটিভেশন ক্লাস।
* শীততাপ নিয়ন্ত্রিত প্রতিটি ক্লাসরুম।
* ক্লাসে অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীদের শনাক্ত করে স্পেশাল কেয়ারে এগিয়ে নেয়া হয়।
কো- কারিকুলাম সুবিধাঃ
* নাচ, গান, অঙ্কন ও অভিনয় বিষয়ে পারদর্শী করে তোলা ।
* কম্পিউটার ট্রেনিং এবং কোর্স।
* নৈতিক শিক্ষা ও পবিত্র কোরআন শিক্ষার জন্য রয়েছে কোরআন প্রশিক্ষণ।
অন্যান্য সুবিধা সমূহঃ
* ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে উপস্থিতি নিশ্চিতকরণ।
* নিয়মিত চিকিৎসা পরামর্শ ফ্রি।
* কম্পিউটার ল্যাব, ইন্টানেট ব্যবহারের সুবিধা ও স্মার্ট ক্লাসরুম ব্যবহারের সুবিধা।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home5/arsm20/public_html/wp-includes/functions.php on line 4757